• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেই ‘শ্রাবণ’ এবার নিপুনের প্রতিদ্বন্দ্বী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৭:৩২ পিএম
সেই ‘শ্রাবণ’ এবার নিপুনের প্রতিদ্বন্দ্বী
শ্রাবণ শাহ ও নিপুন আক্তার। ছবিঃ সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছিল অভিনেতা শ্রাবণ শাহকে।  একই সাথে বাদ দেয়া হয়েছিল ভোটার তালিকা থেকেও। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা কদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমি নি෴য়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি, তবুও তালিকায় আমার নাম না দেখে হতাশ হই।’ তবে আশার কথা হলো তারপরপরই নির্বাচন কমিশন বরাবর আপিল করেন শ্রাবণ।

আপিলের🐷 পর তার ভোটাধিকার ফেরত দেয়া হয়। তিনি শিল্পী সমিতির সদস্য হিসেবে বহাল থাকেন। এবার নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে💃 সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন শ্রাবণ শাহ। আজ রোববার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনেছেন তিনি।

তবে তিনি শুধু নিপুনের বিরুদ্ধেই নন, লড়বেন ডিপজলের বিরুদ্ধেও। কারণ একই পদে নির্বাচন করছেন ডিপজলও। এ সময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সঙ্গে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। লড়꧟ার মতো লড়াতে চাই। সবাই পাশে থাকবেন।

প্রসঙ্গত, শ্রাবণ পরীমণির সঙ্গে আপন মানুষ🥂 চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক জয় বাংলাতে অভিনয় করেন।

Link copied!