• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০২:৩০ পিএম
‘আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই’

একে তো গরম, অন্যদিকে লোডশেডিং। গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ বাংলাদেশসহ ভারতের মানুষ। গরম থেকে⛄ বাঁ൲চতে অনেককে শীতাতপ যন্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে। শীতাতপ যন্ত্র চালানোতে দ্বিগুণ বিদ্যুৎ বিল আসায় বেশ অস্বস্তিতে ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুকে এক পোস্টে শ্রীলেখা লিখেছেন, “এই মাসে ইলেকট্রিক♈ের বিল এসেছে মাত্র🍸 ৯ হাজার ৭৪০ রুপি।”

জানা যায়, শ্রীলেখার বাড়িতে চারটি কক্ষ রয়েছে। প্রতিটি রুমই রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত। বাড়িতে তার পোষ্যরাও রয়েছে। তাই সব সময়ই এসি চালিয়ে রুম ঠান্ডা রাখেন শ্রীলেখা। এর জন্য এর আগে ৫ থেকে ৬ হাজার রুপি বিদ্যুৎ বিল দিয়েছেন শ্রীলেখা। তাই এই মাসের বিলটা তার কাছে মনে হয়েছে অস্🍸বাভাবিক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে &n𝔍bsp;এই অভিনেত্রী বলেন, “বাড়িতে সারাক্ষণ এসি চলে, এর আগে ৫ থেকে ৬ হাজার রুপি বিল দিয়েছি। এখন এত টাকা বিল আসা অস্বাভাবিক। এত টাকা বিদ্যুৎ বিলಌ দেওয়ার জন্য আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই। আমি অবিলম্বে অভিযোগ জানাব।”

Link copied!