ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঢাকায় আসছেন আজ রোববার (১৫ জানুয়ায়ি)। ঢাকা আꦡন্ত💖র্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশগ্রহণ করতেই তার এই সফর।
রোববার দুপু🤪রে💙 ঢাকার উদ্দেশ্যে কলকাতা থেকে বিমানে চড়বেন এই অভিনেত্রী।
এ প্রসঙ𒁃্গে অভিনেত্রী বলেন, “১৫ জানুয়ারি রাতের খাবার বাংলাদেশে খাব ব⭕লে আশা করছি।”
শনিবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। সেখানে প্রদর্শিত হবে এই অভিনেত্রীর নির্মিত সিনেমা ‘এবং ছাদ’। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি পরিচা🐈লনার পাশাপাশি অভিনয় ও প্রযো🦹জনা করেছেন তিনি নিজেই।
এর আগে গেল বছরের ডিসেম্বরে এক সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জান🌼িয়েছেন শ্রীলেখা নিজেই।
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সামাজিক যোগাযোগমাধ্যমে পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা বলꦿেন, “আমার নিজের তৈরি করা ছবি নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সম🏅য় ঢাকায়, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, ছবিটি আপনাদের দেখাতে পারব।”
ভিডিওটি নিজের সামাজ♏িক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লিখেছেন, “কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।”
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ⭕্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।
নয় দিনব্যাপী চলবে ঢাকা 📖আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আস▨র। বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।