পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যান🦩ার্জির পদত্যাগ চাইলেন অভ💧িনেত্রী শ্রীলেখা মিত্র। আরজি কর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে ও দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে মমতা অনুরোধ জানালে তীব্র নিন্দা প্রকাশ করে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়াল প্রতিবাদ জানান শ্রীলেখা মিত্র। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা-মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলꦛে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপ♓র হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছে না....রিজাইন।’
এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদ🍬িন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।’
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট টল꧂িউড। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শিল্পী-কলাকুশলীরা। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ প♏িছিয়ে দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে।
এই ঘটনার বিচার দাবি জানিয়েছেন প্রসেনজিৎ, দেব, অপর্ণা সেন, ঋতুপর্ণা সেন গুপ্ত, স্বস্তিকা মুখার্জি, রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, রেশমি সেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, পল্🎃লব কীর্তনীয়া, উদয় নারায়ণসহ আরও অনেকে।
৮ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতি𒈔বাদে উত্তাল হয়ে ওঠে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।
ওই চিকিৎসকের ⛦বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। এমবিবিএস পাস করার পর আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনܫ বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন।