• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মমতাজের গানে মাতৃত্বের অবয়বে পরীমণি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০২:৫৪ পিএম
মমতাজের গানে মাতৃত্বের অবয়বে পরীমণি

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমাটি আগামী ১৯ মে সারা দেশে মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিপাড়ার ꦜআলোচিত নায়িকা পরীমণি।

শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে এ সিনেমার একটি গানটি ꧟উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দে♎খা গেছে তাকে।

এ সিনেমার শুটিংয়ের সময় নায়িকা পরীমণি অন্তঃস্বত্ত্বা ছিলেন। পরে তিনি পুত্র সন্তানের মা হন। এরপর থেকে ত𝓡িনি দীর্ঘ সময় ধরে মাতৃত্বকালীন অব⛎সরে আছেন।

শুক্রবার রিলিজ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার ল🍃েখা এ গানের সুর করেছেন মাহাদী ও মুনতাসির। গানের কম্পোজিশনে ছিলেন মু𝓰নতাসির।

নেটিজেনরা অনেকেই দীর্ঘ সময় পর সিনেমা নিয়ে আলোচনা আসা পরীমণিকে শুভেচ༺্ছা জানাচ্ছেন গানটির কারণে। ভক্তরা বলছেন একজন চলচ্চিত্র নায়িকার সিনেমা দিয়েই আলোচনায় আসা উচিত। তার ব্যক্তিজীবনের কর্মকাণ্ডের জন্য নয়। 

Link copied!