• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সোহাগের কথায় রেজা আলীর ‘তোমার হাত দুটি ধরে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৬:৫৩ পিএম
সোহাগের কথায়  রেজা আলীর ‘তোমার হাত দুটি ধরে’
সোহাগের কথায় সৈয়দ রেজা আলীর গান। ছবি: সংগৃহীত

প্রিয়তমার হাত দুটি ধরে পৃথিবীর সব প্রেমিক পুরুষই হারাতে চায় অজানায়। তেমনি এক প্রেমিক পুরুষের প্রেমিকার হাত দুটি ধরে হারিয়ে যাওয়ার আকুতি নিয়েই রোমান্টিক এক গান লিখ꧟ছেন তরুণ গীতিকার সোহানুর রহমান সোহাগ। গানটি গেয়েছেন সময়ের আলোচিত সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী।

গানটির সুর এবং সংগীত আয়োজন কর🌄ছেন সোহানুর রহমাꦗন নিজেই। ইতোমধ্যে ‘তোমার হাত দুটি ধরে’ শিরোনামের গানটির রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ হয়েছে।

গানটি প্রসঙ্গে সোহানুর রহমান সোহাগ বলেন, ‘‘প্রেমিকার হাত ধরে দিগন্তে সবাই হারিয়ে যেতে চায়। আমি ও চেয়েছি হারিয়ে যেতে। সেরকম ভাবনা থেকেই গানটি লিখেছি। গান তো মানুষের জীবনের কথা বলে। এই গানটি শ্রোতাদ𝓀ের মন ছুয়ে যাবে এবং তারা গানটি সাদরে গ্রহণ করবে বলে আমি আশাবাদী।’’

গত ১৬ই নভেম্বর স্টুডিও গানবা♌ড়ির প্রযোজনায় গানটি মুক্তি পেয়েছে সংগীতশিল্পী আলী রেজা আলীর নিজস্ব ইউটিউব চ্যা👍নেলে। 

Link copied!