• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৪, ১২:১৮ পিএম
নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে
নিপুণ আক্তার। ছবি : সংগৃহীত

পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্ౠরনায়িকা নিপুণ আক্তার সম্প্রতি অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। শুধু নির্বাচনের ফলাফল বাতিল নয়, পুনরায় নির্বাচনের দাবিতে রিটও করেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৬ মে) বিএফডিসিতে সমিতির নানা বিষয় ও নিপুণের ইস্যু নিয়ে বিকেল ৪টায় মিটিং ডাকা হয়। দীর্ঘ সময়ের মিটিং শে🌃ষে সমিতির পক্ষে সংবাদমাধ্যমে🌱 প্রথমে কথা বলেন ডি এ তায়েব।

ডি এ বলেন, “নিপুণের রিটের বিষয়টি কোনোভাবেই সহজ করে নেওয়ার উ🌼পায় নেই। আমরা অ্যাকশনে যাব। কারণ, এ রিটের মাধ্যমে শুধু সাধারণ সম্পাদককেই খাটো করা হয়নি, খাটো করা হয়েছে নির্বাচন♊ কমিশন এবং আপিল বোর্ডকে।”

ডি এ তায়েব আরও বলেন, এ রিটের মাধ্যমে সমিতির সব সদস্যকেই সন্দেহের চোখে রাখা হয়েছে। তাই সমিতির সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্পী সমিতি নিয়ে যে নিষ্ঠুর কথাবার্তা বলা হয়েছে, সে বিষয়ে শিগগিরই তাকে শোকজ করে 𝓀ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না পেলে ৭ দিনের মধ্যেই তার সদস্যপদ বাতিল করে দেওয়া হবে।”

তিনি বলেন, “সবচেয়ে বড় কথা যে রিট𒈔 করেছেন তিনি দেশেই নেই। তবে একটি টেলিভিশন চ্যানেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিপুণ স্বীকার করেছেন যে তিনিই নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে রিট করেছেন। তাই অবিলম্বে তার কাছে সদস্যপদ হারানোর তথ্য জানিয়ে চিঠি পাঠানো হবে। প্রয়োজনে দেশের বাইরে থাকায় তার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হবে। সদস্যপদ না হারানোর কারণ ব্যাখ্যারও সুযোগ দেওয়া হবে তাকে।”

এরপর অভিনেতা সুব্রত চক্রবর্তী বলেন, “প্রথম চিঠি আমরা ৭ দিনের মধ্যেই পাঠাব। সে উত্তর না পেলে সমিতির পক্ষ হতে দ্বিতীয় চিঠি পাঠানো হবে ৫ দিনের মধ্যে। দ্বিতীয় চিঠিরও উত্তর না পেলে ৩ দিনের মধ্যে আরও একটি চিঠি পাঠানো হবে। উত্তরে যদি সন্তুষ্টজনক তথ্য পাওয়া যায় তবে তাকে সঙ্গে নিয়েই সমিতির সব কার্যক্রম সামনের দিকে এগোতে𝐆 থাকবে। আর যদি উত্তরে সন্তুষ্টজনক তথ্য না পাওয়া যায় তবে সমিতি থেকে নিপুণকে বহিষ্কার করতে আমরা বাধ্য হব।”

Link copied!