• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চুপ থাকাটাই এখন ভালো করছেন চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:১৩ পিএম
চুপ থাকাটাই এখন ভালো করছেন চমক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, এরপর অন্তর্বর্তী সরকার গঠন, পরবর্তী পরিস্থিতি- এসব নিয়ে নানা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজ🐓িক মাধ্যমে। মাঝে মাঝেই ফেসবুকে নিজের বিভিন্ন রকম প্রতিক্রিয়াও প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল নিয়ে কঠোর সমালোচℱনা করেন চমক। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যের ঘটনায় তিনি আওয়ামী লীগকেই দায়ী করেছেন। তবে সাম্প্রতিক কিছু বিষয়ে চমক হতাশ হয়ে পড়েছেন।

গত ৩ নভেম্বর চমক তার স্ট্যাটাসে লিখে𓂃ছেন, “এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।” একই দিনে চমক আরেকটা স্ট্যাটাসে লেখেন, “আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।”

এমন ধারাবাহিক হতাশা প্রকাশের মধ্যে মঙ্গলবার (১২ নভেম্๊বর) তার ফেসবুক স্ট্যাটাসে আবারও হতাশার সুর ধরা দিল। তিনি স্ট্যাটাসে লিখেছেন, “অতঃপর মা বুঝাইয়া কহিলো- বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই।” এর সঙ্গে আরও লিখলেন, “দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও 🔯পরিবর্তন হবে না!!!”

চমকের এই স্ট্যাটাসে হতাশার প্রকাশ রয়েছে বলে মনে করছেন অনেকে। ম꧋ন্তব্যের ঘরে অনেকেই অনেক কথা লিছেন, একজন লিখেছেন, “আপনাকে রাজনীতির কথা মানায় না। কিন্তু এমনিতেই অনেক সুন্দর আপনি।” আরেকজন লিখেছেন, “আমাদের মধ্যে সমতা উদারতার বড়ই অভাব যা সুশৃঙ্খল জাতি গঠনে অত্যন্ত জরুরি।” অন্য আরেক মন্তব্যে একজন চমকের মধ্যে চমক দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

Link copied!