চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই হেবিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের সঙ্গে সেক্রেটারি পদে লড়েছেন নায়ক শ্রাবণ শাহ। কিন্তু দুঃখজনক হলো, ওই নায়কের ওপর চলচ্চিত্🌠র শিল্পীদের কেউ-ই আস্থা রাখেননি। যার কারণে তিনি পেয়েছেন মাত্র ১টি ভোট। ধারণা করꦆা হচ্ছে, শুধুমাত্র নিজের ভোটটিই পেয়েছেন তিনি।
নির্বাচনের কয়েকদিন আগে নিপুণের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল তার।
এ সম্পর্কে শ্রাবণ জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে ব🥃🍨াদ দেওয়া হয়েছিল তাকে।
এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে ভোটের অধিকার ফিরে পান তিনি। এরপরই ঘোষণা দিয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন এ নায়ক।
সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘ইঞ্চি ইঞ্চ💫ি প্রেম’, ‘দাবাং’, ‘অশান্ত মেয়ে’সহ একাধিক চলচ্চিত্র।
চলচ্চিত্রের পাশাপাশি অভিনꦏেত্রী নাসরিনের সঙ্গে স্টেজ শো-এর পরিচিত মুখ শ্রাবণ শাহ। বছরজুড়ে শ্রাবণ ও নাসরিন জুটি বেঁধে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করে থাকেন।