তিনি যা করেন, তা নিয়েই সংবাদ হয়। কখনো হন নন্দিত, কখনোবা সমালোচিত। বলা হচ্ছে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের কথা। সম্প🌞্রতি তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের ব্যতিক্রমী নেমপ্লেটের জন্য আলোচনায় এসꦬেছেন তিনি।
মুম্বাইয়ের মানালিতে কঙ্গনা রানাওয়াতের অ্যাপার্টমেন্টের নে🐠মপ্লেটে লেখা, “কোনো অনুপ্রবেশ নয়। লঙ্ঘনকারীদের গুলি করা হবে। বেঁচে থাকাদের আবার গুলি করা হবে!”
কেন এমন নেমপ্লেট, এ নিয়ে কঙ্গনার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ক্ষমতা আর টাকার খেলার বলিউডে⭕ সব তারকাই সুরক্ষিত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন। কিন্তু বাড়ির নেমপ্লেটে গুলি করার এমন হুমকি ব্যতিক্রম। কঙ্গনা যে সব দিক থেকে সবার চেয়ে আলাদা, এই যেন প্রমাণ হলো আবার।
কঙ্গনা রানাওতের জন্ম ভারতের হিমাচল প্রদেশের ভাম্বলায়। বলিউডে ক্যারিয়ার শুরু ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে। এরপর থেকে সিনেমা হোক, তার বক্তব্য হোক আর ব্যক্তিগত জীবন হোক—সবকিছু নিয়ে বিরামহীন গুঞ্জন তাকে নিয়ে। সবশেষে তার আলোচনায় আসা বাড়ির নেমপ্লেট নিয়ে।