• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মা হতে যাচ্ছেন শুভশ্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০২:১২ পিএম
মা হতে যাচ্ছেন শুভশ্রী

ভারতের আলোচিত তারকা দম্পতি꧒ শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। এই দম্পতির ছেলে সন্তান ইউভানকে নিয়ে সময় কাটে তাদের। একমাত্র সন্তানকে নিয়েই তাদের শত ব্যস্ততা। তবে জানা গেছে, ফের মা হতে যাচ্ছেন ভারཧতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

মঙ্গলবার (২৭ জুন) রাতে ফেসবুক স্ট্যাটাসে খবরটি জানান এই অভিনেত্রী ও ꦆতার স্ব🌠ামী রাজ চক্রবর্তী।

ছেলে ইউভানের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট কর𓃲ে শুভশ্রী লিখেছেন— ‘ইউভান বড় ভাই হতে যাচ্ছে।’ তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শুভশ্রী। অন্যদিকে শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তীও একই স্ট্যাটাস দিয়েছেন। তাতে নেটিজেনদের💖 পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন।

দিন কয়েক আগে তিন থেকে চার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী। বলা যায়, শুভশ্রীর দ্বিতীয়বার মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই পরিচালক। বাবা দিবসে এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন🎶— ‘আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক।’

এর আগে টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ♓্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে🃏 জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদ📖ের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

Link copied!