• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের তৃতীয় বিয়ে, যা বললেন প্রথম স্ত্রী অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৪:৩৪ পিএম
শাকিবের তৃতীয় বিয়ে, যা বললেন প্রথম স্ত্রী অপু বিশ্বাস
অপু বিশ্বাস, শাকিব খান । ছবি: সংগৃহীত

আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা। নায়কের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদ🐻ের পর সন্তান জয়কে নিয়ে দিন কাটছে অপুর।

সম্𓆏প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের♛ জবাবে শাকিব খানের তৃতীয়  বিয়ে নিয়ে আলোচনায় নিজের মত দিয়েছেন অপু।

এই বছরই শাকিব খানের তৃতীয় বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে 🌌এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আম♓ার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই।’

অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কিনা না— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘মানুষ পাচ্ছে তো আমাকে। আর আমি এতটা বেশি রেগুলার যে, মানুষও বিরক্ত হয়। ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুল🔜লেই অপু, ইউটিউব দেখলেই অপু, সিরিয়াসলি। আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি, তাই আমি সারাজীবন তাদের সঙ্গে থাকতে চাই।’

অপু বিশ্বাস আরও ꦆবলেছিলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশ💃ুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কুরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

তবে এবার ঈদ নিয়ে যে অপুর একদমই ব্যস্ততা নেই, এমনও নꦑা। ঢালিউড কুইন জানিয়েছেন, এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন। তবে কে বা কারা থাকছেন, সেটি এখনও ꦓজানাননি অপু। আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এ নায়িকা।

কিছুদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ঘু🔜রেছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন এ; বার্সেলোনায় একটি শো করেছেন।

 

Link copied!