গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এমনকি দেশ পেড়িয়ে বিদেশের মাটিতেও প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ইধিকার। যা দেখে রীতিমতো ধাক্কা 🦄খায় নেটিজেনরা। খোলামেলা ছবি পোস্ট করাতে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এরপর সেসব স্থিরচিত্র ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিয়েছেন শাকিব খানের প্রিয়তমা খ্যাত এই অভিনেত্রী।
ইধিকার নতুন লুক ফ্রেমবন্দী করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। ইধিকা পাল নিজের একাউন্ট থেকে ছবি সরিয়ে নিলেও তথাগত ঘোষের ইনস্টাগ্রামে এখনো💦 ছবিগুলো রয়েছে। যা দেখে এখনো বেশ হতাশ অনুরাগীরা।
এর আগে শুক্রবার ফটꦿোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায়♌ খোলামেলা দৃশ্যের সেসব ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন তথাগত নিজেই। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, পাথরের ওপরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। তার চুলগুলো আলগা করে ছেড়ে🔯 দেওয়া। পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়নাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন তথাগত।
ইধিকাকে এভাবে খোলামেলা পোশাক✃ে দেখে অনেকেই কয়েক মাস আগের ডিপজলের প্রসঙ্গে টেনেছেন। কয়েক মাস আগেই ডিপজল এ অভিনেত্রীর পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন। অনেকেই লিখেছিলেন, লিখেছেন, “একটা ছবি করেই খুলে ফেলেছে, আরেকটা ছবি করলে কিছুই রাখবে না।”