ভারতে বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে সেভাবে মুক্তি পায় না। তবে মাঝে মাঝে সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ঢালিউড তারকারা। এবার সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও তার প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাল। অন্যদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলীও অংশ নেবেন সেখানে।🍸
জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায়🐈 এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকা জুটি।
বিষয়টি নিশ্চিত করে নিরব বলেন, “প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফಞেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।”
শুধু নিরব-বুবলীই নয়, আসামে ভক্তদের সাথে দেখা করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ⛦ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার এই দুই তারকাও সেখানকার দুইটি শো’তে অংশ নেবেন।