বলিউডের আলোচিত অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। তারকা সন্তান হওয়ায় ছোটবেলা থেক❀েই সবার নজরে ছিলেন। বলিউডে নাম ল🌞েখানোর পর মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী।
এইমুহুর্তে নিজের আগামী ছবি `সিটিআরএল`-এর প্রচারে ব্যস্ত অনন্যা। অনন্যার এই নতুন ছবি `সিটিআরএল` অর্থাৎ ‘কন্ট্রোল’ একটি সাইবার থ্রিলার। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অনন্যা জানালেন, কীভাবে শাহরুখ-পুত্র গোপন ভিডিও নিয়ে দিনের পর দিন ভয় দেখাꦓতেন তাকে। যদিও পুরো ব্যাপারটাই মজার ছলে করতেন আরিয়ান এবং হালকা চালে ত🦄া ফাঁস করলেন চাঙ্কি-কন্যাও।
বলিউড এই অভিনেত্রী জানান,অনেকদিন আগের কথা। তিনি এবং সুহানা খান একসময় প্রচণ্ড ভ্লগ করতেন। ভ্লগের বিষয় ছিল তাঁদের দৈনন্দিন ব্যাপার স্যাপার। কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কী করতে ইচ্ছে করছে কিংবা রূপটান দিতে দিতে আয়নায় নিজের সঙ✨্গে ইনিয়ে বিনিয়ে আপনমনে বলা কথা এইসব। তবে অবশ্যই সমাজমাধ্যমে সেসব পোস্ট করা থেকে বিরত থাকতেন তিনি ও শাহরুখ-কন্যা।🅰 এই গোটা বিষয়টি নজরে দেয়নি আরিয়ানের। তাই সুযোগ পেলেই অনন্যা ও সুহানাকে ভয় দেখাতেন আরিয়ান। বলতেন, "ভবিষ্যতে আমার হয়ে তোরা যদি কাজ না করিস, তা হলে এইসব ভিডিও আমি সমাজমাধ্যমে ফাঁস করে দেব!" আরিয়ানের মুখে এহেন হুমকি শুনে যে সেই সময় ভারি `ভয়` পেতেন, `আতঙ্ক`-এ থাকতেন তিনি, সেকথাও স্বীকার করে নিয়েছেন `কন্ট্রোল`-এর নায়িকা।
এর আগে এই ছবির প্রচারে অন্য আরেকটি সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন কীভাবে তিনি একবার ভুল করে শাহরু🍸খ-কন্যার সুহানার ফোন নম্বর সমাজমাধ্যমে ফাঁস করে দিয়েছি൲লেন!
আলোচিত এই নায়িকার জীবনে এসেছেন নতুন মানুষ। অম্বানীদের সংস্থার কর্মী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তিনি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর সিরিজ ‘কল মি বে’। সেই সিরিজের জন্য প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, ‘কন্ট্রোল’ ছবিতে অনন্যার পাশাপাশি দেখা যাবে অভিনেতা বিহান সমাটকে। ছবিতে তাঁদের অভিনীত চরꦗিত্রের নাম যথাক্রমে নেলা এবং জো। তারা পরস্পরের প্রেমে বুঁদ হওয়ার পাশাপাশি একসঙ্গে কাজও করেন।সমাজমাধ্যমে তাঁদের তৈরি নানান স্বাদের কনটেন্ট দারুণ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে। ছবির গল্প যৌথভাবে লিখেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং অবিনাশ সম্পত।