• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল শাহরুখের জওয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ১১:৩৩ এএম
অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল শাহরুখের জওয়ান
‘জওয়ান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২০২৩ সালটা যেন শাহরুখ খানের। ‘পাঠান’-এর পর ‘জওয়ান🥃’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন বলিউড বাদশা। আর বছর শেষে ‘ডানকি’তো থাকছেই। এরমধ্যে শোনা গেল, ২০২৪ সালে হলিউডের জনপ্রিয় অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য যে সিনেমাগুলো মনোনীত হয়েছে তার মধ্যে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফিচার সিনেমা বিভাগে শাহরুখ, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি টক্কর দেবে ফ্রান্সের ‘অ্যানাটমি অব এ ফল’; দক্ষিণ কোরিয়🅺ার ‘কংক্রিট ইউটোপিয়া’; ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’; জাপানের ‘পারফেক্ট ডেজ’; স্পেনের ‘সোসাꩲইটি অব দ্য স্নো’; ফ্রান্সের ‘দ্য টেস্ট অব থিংস’; জার্মানির ‘দ্য টিচার’স লাউঞ্জ’ এবং যুক্তরাজ্যের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমার সঙ্গে।

২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে এবারের আসর। অ্যাটলি পরিচালিত ভারতীয় এই সিনেমাটি হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোনয়নের খবরে উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা। সিনেমাটি শুধু মনোনয়ন নয়, পুর🎃স্কারও জিতবে বলে প্রত্যাশা ভক্তদের। 

Link copied!