বলিউড বাদশ𒅌া শাহরুখ খানকে সম্প্রতি প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। মুম্বাই পুলিশের ল্যান্ডলাইনে ফোন দিয়ে বলা হয় ৫০ লাখ রুপি না দিলে হত্যা করা হবে কিং খানকে। এই ঘটনায় তদন্তে নামে মুম্বাই পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় তদন্তে নেমেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে তারা। জানা গেছে, এই ঘটনায় যে ফোনটি থেকে শাহর﷽ুখকে হুমকি দেয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। ওই ব্যক্তির নাম ফাইজান, তিনি ভারতের রায়পুরের বাসিন্দা।
সেই আইনজীবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি এ ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানান। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তার ফোন চুরি হয়ে গেছে। ফলে তার ফোন ব্যবহার করে কে কী করেছে সেটা নিয়ে একেবারেও 🐽জানেন না।
তবে পুলিশকে ওই আইনজীবী জানিয়েছেন, শাহ🐠রুখ খানের ‘আঞ্জাম’ সিনেমাতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর এই বিষয়টা পুলিশকে ভাবাচ্ছ🍸ে। সালমানের খুনের হুমকিদাতার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা সেটারও তদন্ত চলছে।
বেশ কয়েকদিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। তাকে খুনের হুমকি দিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কয়েক ♒দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সালমান খানকে হুমকি দিয়ে বিষ্ণোই ও তার গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। কে বা কারা এই দুই ঘটনার নেপথ্যে রয়েছে, তা 🌱নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সুরক্ষার কথা ভেবে তার শাহরুখের নিরাপত্তা বাড়ান🧔ো হয়েছে। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে তাকে। সালমান খানের ক্ষেত্রেও একই অবস্থা। তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে।