• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাতে ও ঘাড়ে সাপ নিয়ে শাহরুখের কেরামতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৮:৩৩ পিএম
হাতে ও ঘাড়ে সাপ নিয়ে শাহরুখের কেরামতি
ছবি : সংগৃহীত

আম্বানি পরিবারের সঙ্গে বল💖িউডের সংশ্লিষ্টতা সবারই জানা। যে কোনো অনুষ্ঠানেই আমন্ত্রিতদের তালিকায় থাকেন বলিউড🅠 তারকারা। শাহরুখ-সালমান খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফসহ অনেকেই উপস্থিত থাকেন।

সম্প্রতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আ🍸ম্বানি ও জামাই আনন্দ পিরামলের যমজ সন্তান কৃষ্ণ ও আদিয়া 🍌এক বছরে পা দিয়েছে। তাদের জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেছিলেন ইশা ও আনন্দ। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে হাতে ও ঘাড়ে সাপ নিয়ে কেরামতি দেখান শাহরুখ।

জন্মদিনের ওই পার্টিতে শাহরুখের গলায় সাপ জড়ানো ভিডিওটি ꦜসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ইশার ভাই অনন্ত আম্বানি শাহরুখের হাতে একটি সাপ ধরিয়ে দেন। হাতে সাপ ধরিয়ে দেওয়ার পরেও এক বারও বুক কাঁপেনি শাহরুখের। এরপর শাহরুখের ঘাড়েও একটি সাপ রেখে দেন অন্য একজন। তাতেও নির্বিকার বাদশা। হাতে ও ঘাড়ে সাপ নিয়ে দিব্যি কেরামতি দেখান শ💝াহরুখ। সাপে ভয় পাওয়া তো দূরের কথা, এতটুকু ভয়ও দেখা যায়নি বলিউড বাদশাহর মধ্যে।

সূত্র : আনন্দবাজার

Link copied!