• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জন্মদিনে ‘ডাঙ্কি’র টিজার উপহার দিলেন শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০২:০৮ পিএম
জন্মদিনে ‘ডাঙ্কি’র টিজার উপহার দিলেন শাহরুখ
‘ডাঙ্কি’র টিজার উপহার দিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত

জন্মদিনে বলিউড বাদশা শাহরুখ খান ভক্তদের জন্য রয়েছে সুখবর ―এমন সংবাদ আগেই পেয়ছিল শাহরুখ ভক্তরা। সুখবরটি শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে। বর্তমানে ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে চলছে নানা আলোচনা, ঠিক এর মধ্যেই ভক্তদের জন্য ‘ডাঙ্কি’র  টিজার প্র🦂কাশ করলেন বলিউড বাদশা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) জীবনের ৫৭ বসন্ত পেরিয়ে ৫৮ বছরে পা রাখলেন এই শাহরুখ খান। এদিন মধ্যরাতে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় জ👍মায় তার ভক্তরা। প্রিয় তারকার জন্মদিনে যেন উচ্ছ্বাসের কোনো কমতি নেই শাহরুখ ভক্তদের। সেসময় ‘ডাঙ্কি’ সিনেমার টিজার প্রকাশ করার আভাস দেন এই তারকা। নিজের দেওয়া কথামতো বৃহস্পতিবার বেলা ১১ টায় 𒅌অপেক্ষার অবসান ঘটিয়ে জন্মদিনেই ‘ডাঙ্কি’র প্রথম ঝলক প্রকাশ্যে নিয়ে এলেন শাহরুখ খান।

প্রকাশ পাওয়া টিজারের প্রথম 🎶দৃশ্যে দেখা গেল মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ৬ জন। একাবের প্রথমে শাহরুখ খান। দলে রয়েছে এক মহিলাও। হঠাৎই গুলি ছুটে আসে। এরপরের প্রেক্ষাপট পাঞ্জাবের। যেখানে দেখা যাচ্ছে এক পরিবার তাদের ছেলেকে বলছে ইংল্যান্ডে গেলেই মারা যাবে তার দাদি। ছেলেটি ডাক্তার। গলায় তার ঝোলানো স্টেথোস্কোপ। এরপরে মারা যায় তার দাদি। এরপরেই সিনে এন্ট্রি নেন বলিউড বাদশা। আনন্দপ্রিয় বন্ধুরাই যার পরিবার। সিনেমায় শাহরুখের নাম হার্ডি। আর তার চার বন্ধু মানু (তাপসী পা𒅌ন্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে শাহরুখএক টুইটারে লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন অভিনেতা, আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ🐻 জীবনে আমি ﷺআর কিছু থেকেই পাইনা। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’

ডাঙ্কি-তেই প্রথম একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান আর রাজকুমার হিরানি। মুন্না ভাই এমবিবিএস-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন কিং খান। পরে যা চলে যায় সঞ্জয় দত্তের কাছে। ডেট সমস্যার কারণে থ্রি ইডিয়টসও করতে প🤡ারেননি। তবে ডাঙ্কি দিয়ে অবশেষে তৈরি হল মেলবন্ধন। কিং খানের জন্মদিনেই এল টিজার।

চলতি বছরে পরপর দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। পাঠান আর জওয়ান দুই সিনেমায় বিশ্বব্যপী ১৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এখন শা💫হরুখ ভক্তদে🦹র অধীরে অপেক্ষা আগামী ২২ ডিসেম্বর ডাঙ্কি সিনেমার মুক্তিকে ঘিরে। 

Link copied!