সারা পৃথিবীকে অবাক করে দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে এবার সৌদি আরবের পতাক𓄧া হাতে দেখা যাবে এক ২৭ বছর বয়সী মডেলকে। ইতিহাসে তিনিই প্রথমবার সৌদির পতাকা হাতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে উঠতে যাচ্ছেন।
রুমি আলকাহতানি নামের ওই মডেলের ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা ১০ লাখ। সোমবার তিনি জানিয়েছেন, তিনি ꦺবিশ্ব সুন্দরীদের মঞ্চে তার দেশকেꩵ উপস্থাপন করতে যাচ্ছেন।
তিনি লিখেছেন, ‘আমি মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অ𓄧ংশ নিতে পেরে সম্মান🐼িত বোধ করছি। এই প্রতিযোগিতায় এটাই সৌদি আরবের অভিষেক।’
এই ছবির সাথেই ত🐟িনি সৌদি আরবের পতাকাসহ নিজের ছবি প্রকাশ করেছেন।
আলকাহতানি রিয়াদে জন্মগ্রহণ করেছেন। তিনꦑি এর আগেও বেশ কয়েকটি সুন🌳্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
সূত্র: খালিজ টাইমস