এবারই প্রথম নয়, বরাবরই সংগীতশিল্পী সালমা মানবদরদি হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। সমাজসেবার জন্য গড়ে তুলেছেন ‘সাফিয়া ফাউন্ডেশন’। সেখান থেকে করোনাকালীন উল্লেখযোগ্য সাহায্য করে𒀰ছেন। এছাড়া বিভিন্ন সময় তাকে দেখা গেছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় এবার বন্যা কবলিত মানুষের পাশে দাড়ালেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী। রোববার (২৫ আগস্ট) দুপুরে ফেসবুকে জানালেন তার মহতি উদ্যেগের কথা।
সালমা লেখেন- ‘আমার রের্কডিং করা গানের পেমেন্টের পুরোটাই বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দি﷽লাম। ইনশা🐠আল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালীন যতগুলো কাজ করব সবগুলোর পেমেন্টই যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে।’
সম্প্রতি সালমা বেশকিছ🐻ু নতুন গান রেকর্ড করেছেন। সেই খবর প্রকাশও হয়েছে গণমাধ্যমে। মূলত সেই গান থেকে পাওয়া টাকাগুলোই তিনি বন্যার্তদের জন্য দিয়ে দেওয়ার ঘোষ♚ণা দিয়েছেন। সেদিক বিবেচনায়, সালমার দেওয়া টাকার অংক একেবারে কম নয়।
দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখে൲র বে��শি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৮ জন।