• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সংসদ সদস্য-অভিনেত্রী হয়েও মেট্রোতে চলেন সায়নী ঘোষ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১২:৪৪ পিএম
সংসদ সদস্য-অভিনেত্রী হয়েও মেট্রোতে চলেন সায়নী ঘোষ!
মেট্রো চড়ে সংসদে যাচ্ছে সায়নী ঘোষ। ছবি: সংগৃহীত

সায়নী ঘোষ। জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য। সম্প্রতি🅺 ভারতে লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পেয়েছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। এজন্য এখন নিয়মিত পার্লামেন্টে যাওয়া আসা করেন সায়নী। এরই ধারাবাহিকতায় শুক্রবার সংসদ অধিবেশনের পঞ্চম দিনে যোগ দিতে সাংসদের পরিচিতি গলায় ঝুলিতে দিল্লি মেট্রোতে চড়ে সংসদে গেলেন সায়নী! আর এতেই রীতিমতো কটাক্ষের শিকার হলেন এই সাংসদ-অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, শু🦄ক্রবার দিল্লিতে সংসদ অধিবেশনের পঞ্চম দিনে 𒊎মেট্রোতে দাঁড়িয়ে সংসদ ভবনে পৌঁছান যাদপপুরের তৃণমূল সাংসদ। এদিন দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোতে ওঠেন তারকা সাংসদ। প্রায় ৪০ মিনিটের মেট্রো সফরের পর নামেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে। সাধারণ জনতার মতো মেট্রোতে চড়ে সায়নীর সংসদে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ཧএ সময় সায়নীর পরনে নীল রঙা হ্যান্ডলুম শাড়ি, চোখে সানগ্লাস। গরম থে🐼কে বাঁচতে টেনে বাঁধা হাত খোঁপা ভরসা। আর এতেই সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন সায়নী।

কারণ এখন এখন তো আর তিনি পরিচিতি শুধু নায়িকা নন। জনপ্রতিনিধিও। তৃণমূলের সাংগঠিনক দায়িত্বে আসার পর থেকে চলনে-বলনে মমতার ‘মিনি ভার্সন’ হয়ে উঠেছেন সায়নী। এতে তৃণমূল বিরোধীরা অভিনেত্রীর সমালোচনায় ব্যস্ত হয়ে পড়🔯েছে।

একজন নেটিজেন লেখেন, ‘ভেবেছিল বাংলার মতো ওখানেও ওকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাই ভেবে মেট্রোতে চড়েছিল। কিন্তু ওখানে ওকে কেউ বসতেই দেয়নি।’ অপর একজন কটাক্ষের সুরে লেখেন🎀, ‘সব ভণ্ডামি। এরা নিজেই ফটো তোলায় মিথ্যা পাবলিস𒉰িটির জন্য।’ আরেকজন লেখেন, ‘ওকে তো কলকাতারই কেউ চেনে না। দিল্লির মানুষ চিনবে কী করে?’

অভিনয়ের পাশাপাশি বাংলার রಌাজনীতিতে সায়নীর উত্থান বিদ্যুৎ গতিতে। সময় যত গড়িয়েছে ততই বাংলার রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়িয়েছেন সায়নী।

Link copied!