‘বে𓄧লী’ কিংবা ‘মায়াশালিক’ নামেই দর্শকমহলে এখন বেশি পরিচিত সাদিয়া আয়মান। অল্প সময়ের ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দারুণ দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন তরুণ এই অভিনেত্রী। সম্প্রতি মডার্ন লুকে ধরা দিলেন ছোট পর্দার এই প্রিয় মুখ।
সামাজিক মাধ্যম ফেসবুক পেজে সম্প্রতি পোস্ট করা ছবিতে তাকে দেখা যাচ্ছে মডার🦂্ন লুকে। যেখানে তার চোখে ছিল বেগুনি সানগ্লাস আর সাথে ম্যাচিং করা একটি স্টা﷽ইলিশ স্মার্টফোন।
মডার্ন লুকের ছবি পোস্ট করতে না করতেই ইন𒉰𓄧্টারনেটে শুরু হয়েছে বেশ আলোচনা। অনেকে ধারণা করছেন, এটি সাদিয়া আয়মানের নতুন বড় কোন কাজের শুটিং এর প্রস্তুতি।
ছবিটিতে ফুটে উঠেছে তার নতুন ফ্যাশন সেꩵন্স, যা ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে নতুন উন্মাদনার। আর তার🍬 হাতে থাকা ফোনটির ফ্ল্যাগশিপ-মানের ডিজাইনও যেন তার লুকের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে।
কমেন্ট বক্সে মারুফ হোসেন নামের একজন লিখেছেন, ‘মনে হচ্ছে সাদিয়া আয়মানের লাইফ বেশ স্মুথ ফিলে চলছে আজকাল”।
অনেকেই আবার বলছেন, সাদিয়া আয়মানের এমন লুক আগ🐠ে কখনো দেখেননি তারা।
মডার্ন লুকের এই ছবি নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘আমি সম্প্রতি খুব ইন্টারেস্টিং একটি কাজ করেছি, যা আমার জন্꧟য ছিল সম্পূর্ণ নতু🍸ন একটি অভিজ্ঞতা। নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারাটা সবসময়ই আনন্দদায়ক, বিশেষ করে যখন তা দর্শকদের কাছে নতুন কিছু নিয়ে আসে। আমি এখনই এ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না।
আমার দর্শকরাও সবসময় আমাকে ♎নতুন নতুন রূপে দেখতে চায়, তাই তাদের জন্য নতুন এক সারপ্♓রাইস নিয়ে আসছি শীঘ্রই। আশা করছি, আমার এই নিউ লুক তাদের ভালো লাগবে।’
বেশ কয়েকবছর ধরে নিয়মিত নাটক করছেন সাদিয়া আয়মান। পাশাপাশি চলচ্চিত্রে কাজ করছেন। সবশেষ মুক্তি পেয়েছে তার কাজল রেখা নামের সিনেমা।
এছাড়া নিয়মিত বিজ্ঞাপনেও হাজির হন এই তারকা।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও কথা বলেন খায়রুল বাসার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। সম্প্🌞রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে গেছেন এই অভিনেতা।
কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় যখন বেশিরভাগ শিল্পী ‘ধরি♎ মাছ না ছুঁই পানি’ নীতি অবলম্বন করেছেন, সে সময় ফেসবুকে সরব ছিলেন সাদিয়া 🌼আয়মান।
অভিনেতা খায়রু🌼ল বাসারের সঙ্গে তার প্রেম নিয়ে ব্যাপক আলোচনায় এই অভিনেত্রী।