‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অভিনয়ের আগে বাসায় স্বামীর সঙ্গে মারা🥀মারির প্র্যাকটিস করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। তিনি বলেছেন, “এই সিরিজে অভিনয়ের আগে আমরা খুব লম্বা সময় ট্রেনিং করেছি। এটি আমার জন্য খুব কঠিন ছ𝐆িল। কারণ এর আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করিনি।”
রোববার (২ জুন) সিরিজটির পরি🧜চিত সভায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্🃏রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, “পুরো সিরিজটিই খুব সিরিয়াস। আমরা শুটিংও করেছি সিরিয়াসভাবে। আমরা সবাই শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।”
সিরিজটির নাম ভূমিকায় থাকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের অভিনয়ের প্রশংসা করে সাবিলা নূর বলেন, “পুরো সিরিজটি দেখলে বুঝতে পারবেন যে, আমরা কতটুকু কষ্ট করে কাজটি করেছি। স্টোরি ও চরিত্রটা নিজের মধ্যে ধারণ করা খুব চ্যালেঞ্জিং ছিল। আশা করছি, পুরো গল্পটাও দর্শকদের ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে।”
ভবিষ্যতে সিনেমা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, “প্রত্যেক অভিনেতারই সিনেমার একটা স্বপ্ন থাকে, আমারও আছে। আমিও প্রস্তুতি নিচ𝓀্ছি। হয়ত খুব শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব।”
এসময় সাবিলা নূরের পাশাপাশি অপূর্বও সাংবাদিকদের বিভিন্ন🔯 প্রশ্নের উত্ত🦋র দেন।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে আরেকটি নতুন সিরিজ ‘গোলাম মামুন’। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটির নাম ভূমিকায় থাকছেন জিয়াউল ফারুক অপ𒆙ূর্ব।
সম্প্রতি আ🥃সন্ন সিরিজগুলোর এক ঝলক শেয়ার করেছে ওটিটি প্লাটফর্ম হইচই। সেখানে ‘গোলাম মামুন’ এর ফার্স্ট লুকে অপূর্বর সঙ্গে দেখা গেছে সাবিলাকে।
আসন্ন ঈদুল আজহায় সিরিজটি মুক্তির কথা রয়েছে।