• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কৃষ্ণচূড়ার রঙে সুবাস ছড়াচ্ছেন রুনা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৫:১৪ পিএম
কৃষ্ণচূড়ার রঙে সুবাস ছড়াচ্ছেন রুনা খান
অভিনেত্রী রুনা খান। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় অভিনেত্রী রুꦬনা খান। নিজের বোল্ড লুকে ফটোশুটে ভক্তদের মনে প্রায়ই ঝড় তোলেন। এবার কৃষ্ণচূড়ার লাল রঙে  চমক দিলেন জনপ্রিয় এই  অভিনেত্রী।

মঙ্🍰গলবার (১৪ মে) দুপুরের দিকে ফেসবুকে কৃষ্ণচূড়ার লাল রঙে নিজের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায়, লাল শাড়ি, পিঠ খোলা টাউট লাল ব্লাউজ পড়ে খোপায় গুঁজেছেন কৃষ্ণচূড়া। আবার খোলা চুলেও একাধিক ছবি রয়েছে। নানা পোজে তোলা এইসব ছবি পোস্ট করে রুনা ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’

মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুনা খানের নান্দনিক এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্যে করেছেন অনুসারীরা। ছবিগুলো ৬ ঘণ্টায় প্রায় ৭ হাজার লোক দেখেছেন। পোস্টটি শেয়ার করেছেন দুশ জনেরও বেশি লোক। মন্তব্য করেছেন ৬৫টি । একজন লিখেছেন, “তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছꦚি, যেন কোন স্বপনের পারা। খুব সুন্দর লাগছে আপু।”

অভিনেত্রী মুনিরা আখতার মিঠু লিখেছেন, “বাংলাদেশের স𒐪বচেয়ে আকর্ষণীয় নারী, মিষ্টি নারী রুনা খান’

মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আগুন কোথায় লেগেছে সেটা বলা ম🍸ুশকিল’।

শানায়ের দেবী শানু ভালোবা🌃সার 🎶ইমোজি দিয়ে লিখেছেন, “আগুন লেগে গেছে সবার মনে মনে, অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।” 

গ🐽ণমাধ্যমকর্মী ফাতেমা আবেদিন নাজলা লিখেছেন, ‘ফায়ার সার্ভিস ডাকো’।

আরও একজন লিখেছেন, “তুমি সুন্দর তাই চেয✅়ে থাকি, সেকি মোর অপরাধ’ এক গুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা-শুধু তোমার জন্য।”

আরেকজন মন্তব্য করেছেন,  অনেক সুন্দর রুনা।ꦐ আসলেই কৃষ্ণচ♛ূড়া।


টেলিভꦐিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনার কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এ ছাড়া তিনি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিন🗹য় করে প্রশংসিত হয়েছেন। ‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ꧋্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Link copied!