ধীরে ধীরে আকাশ ছুঁয়ে ফেলছেন সানি লিওন। নীল ছবির তারকার তকমা অতীত। বলিউডের বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমে নিজেকে প্রমাণ করেছেন। তারপর অভিনয় করেছেন সমান্তরাল ছবিতে। তালিকায় অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। তার নিজস্ব প্রসাধনী সংস෴্থাও রয়েছ🐷ে। নতুন বছরে আরও একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী।
এবার তিনি রেস্তোরাঁর মালিক। নয়ডাতে 🦂সানি তার স্বপ্নের রেস্তোরাঁ খুললেন। ইচ্ছে, সারা দেশে তাক🃏ে ছড়িয়ে দেওয়ার।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘👍জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।