‘আমি আবার কী করলাম রে ভাই। এইগুলা দুষ্টু কোকিলের কাজ। আম💃ি নির্দোষ।’ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া আলোচিত ড্রাইভার আবেদ আলী এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন। গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘মনপুরা’ সিনেমার একটি সংলাপ সোশ্যালে ভাইরাল হয়েছে।
সিনেমার একটি দৃশ্ꦛযে নৌকায় বসে ছিল🍨েন অভিনেতা মামুনুর রশীদ। তাকে গিয়ে চঞ্চল বলেন, ‘চাচা আপনি?’ ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন নেটিজেনরা।
চঞ্চলেꦿর পোস্টে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনি যে নির্দোষ, তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘জাপান ডাক্তার, খুব মজা পাইছি রে!’
নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৪💮 আয়োজনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চঞ্চল।
এদিকে বিশ্বব্যাপি চলছে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা 🅰‘তুফান’। সিনেমায় তার অভিনয় ব্যাপক সাড়া মিলেছে।