• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোরিয়ান পপ তারকা কিম নাহির রহস্যজনক মৃত্যু!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১২:১৯ পিএম
কোরিয়ান পপ তারকা কিম নাহির রহস্যজনক মৃত্যু!
কোরিয়ার পপ তারকা কিম নাহির। ছবি: সংগৃহীত

কো﷽রিয়ার পপ স🙈েনসেশন কিম নাহির রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৯ নভেম্বর মারা গেছেন কোরিয়ার 🐬পপ তারকা ন𝔉াহি। তবে গায়িকার পরিবার বা এজেন্সি থেকে এখনো তার মৃত্যু নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর মধ্যেই শুক্রবার (১০ নভেম্বর) গিয়ংগি প্রভিন্সের পেয়ংগটায়েকে নাহির শেষকৃত্য সম্পন্ন হয়।  

সংবাদমাধ্যমটি আরও জানায়,  মৃত্যুর ঠিক দুদিন আগে গত ৬ নভেম্বর সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে চারটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছিলেন নাহি। ওই ছবিগুলো ছিল- তার শহরের ছবি, নিজের ছবি, বিড়াল ও তার পোষ্য কুকুরের ছবি। এটি দেখে মন কাঁদছে ভক্তদের। ইꦚতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে নাহির শেষ পোস্ট।

২০১৯ সালে সংগীত ক্যারিয়ার শুরু কর𒅌েছিলেন নাহি। তখন তার বয়স মাত্র ২০ বছর। ‘ব্লু সিটি’ নামে একটি গান তাক🐼ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। শুধু গায়েকি নয়, তার লেখনিও সবসময়ই প্রশংসিত হয়েছে। নিজস্ব ইউটিউব চ্যানেলেই মুক্তি পেত নাহির গান

Link copied!