দেশের ব্যান্ডগুলো নতুন গান সৃষ্টি নিয়ে তৎপর, তাদের অন্যতম দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নিয়মিত বিরতিতে শ্রোতাদের কাছে নতুন গান পৌঁছে দিতে দলটির সক্রিয় ভূমিকা চোখে পড়ে। এবার ব🌃্যান্ডটি তাদের ভক্ত অনুরাগীদের জন্য উন্মুক্ত করলো নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর প্রথম গান।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গানটি প্রকাশ করা হয়। পুরো গান ভিডিও আকারেই দর্শকের সামনে গানটি পরিবেশন করা হয়েছে। শিরোনামহীন এর বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান জানান, নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর গানগুলো আমাদের শ্রোতা দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি। গানের শুটিং হয়েছে দেশের বাইরে, স🦩র্বশেষ থাইল্যান্ড🐻ে আমরা শুটিং করেছি।
‘শিরোনামহীন’ দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকুস্টিক সাউন্ড পাবে শ্রোতারা। আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে সে জন্যই এই উদ্যোগ। সবচেয়ে বড় কথা, মানুষ গান শোনে মনের খোরাকের জন্য, সেখানে লাইভ গানের একটা অন্য রকম চাহিদা আছে।’ এরই মধ্যে সাতটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি তিনটি গানের ডামি করা হয়েছে।
চমক হিসেবে এই অ্যালবামে প্রকাশ প𝕴েতে যাচ্ছে তাদের শ্রোতাননꦡ্দিত ‘এই অবেলায়’ গানের সিক্যুয়াল ‘এই অবেলায় ২’।
জিয়া বলেন, “অ্যালবামে ‘প্রিয়তমা’ শিরোনামের গানটিতে প্রেমিকার প্রতি ভালোবাসা জানানো হবে। ‘বাতিঘর’ গানে আবার ভিন্ন বার্তা। বাতিঘরের কাছ থেকে আলো নিয়ে চলে যায় সবাই। ‘নিঃশব্দপুর’ গানে বোঝানো হবে পাখিদের আকুলতা। তাদেরও নিশ্চিন্ত এক পৃথিবী হতে পারে। প্রবাসীদের আবেগ-অনুভূতিকে কেন্দ্র করে বোনা হয়েছে গান ‘কত দূর’। প্রতিটি গানেই এমন কিছু আবেগ থাকবে। গানে সমাজের প্রতি কিছু প্রশ্নও রেখেছি। কিছু প﷽্রশ্ন করেছি এমনটা কি হওয়া খুব বেশি কঠিন!”
‘বাতিঘর’ অ্যালবামটিতে থাকবে মোট দশটি গান। অ্যালবামের ৯টি গানই লিখেছেন জিয়া, একটি শেখ ইশতিয়াক। সুর করেছেন ব্যান্ডের সদস্যরা। অ্যালবামটির সব গান প্রকাশিত হওয়ার পর সেগুলো নিয়ে বই আকারে একটি সংকলন অ্যালবাম তৈরি হবে, যেখানে ইউটিউব লিংকের কিউআর কোড যুক্ত থাকবে, যা স্ক্যান করলেই শ্রোতারা গানগুলো পেয়ে যাবে। এর আগে তাদের সর্বশেষ ‘দি অনলি হেডলাইনার’ অ্যালবাম🐎টিও প্রকাশিত হয়েছিল এভাবে।
‘হাসিমুখ’, ‘জাহাজী’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এඣই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’—এমন বহু গানে দীর্ঘ ২৭ বছর ধরে সংগীতাঙ্গন মাতিয়🅠ে চলেছে ‘শিরোনামহীন’। তাদের প্রতিটি অ্যালবামেই থাকে নতুনত্বের ছাপ।
বর্তমানে ব্যান্ড শিরোনামহীনের লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান জিয়া
, কাজী আহমেদ শাফিন , শেখ ইশতিয়াক , সাইমন চৌধুরী , দীপু সিনহা ।