মুকেশ আম্বা🍰নির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! বিয়ের তারিখ ১২ জুলাই হলেও প্রাক্ꦑ-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল মার্চ মাস থেকে। গুজরাটের জামনগরে ধুমধাম করে প্রায় তিন দিন ধরে কোটি কোটি টাকা খরচ করে আয়োজন করা হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠান। তারপর দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠানটির আয়োজন করা হয় ইতালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে। ২৯ মে থেকে ১ জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠান চললেও সেই অনুষ্ঠানের খুব বেশি ছবি এখনো সামনে আসেনি। সেবারের অনুষ্ঠানে কিন্তু আম্বানিরা যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছিলেন।
সম্প্রতি আম্বানিদের হবু পূত্রবধূ রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানের বেশ কিছু সাজ মানুষের চর্চার বিষয় হয়েছে♊। আম্বানিদের হবু পূত্রবধূর পোশাকে কোনো চমক থাকবে না, তাই কখনো হয়! প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে রাধিকা পরেছিলেন একটি বিশেষ গাউন। সারা গাউনজুড়েই ছিল অনন্তের লেখা প্রেমপত্র।
রাধিকার বয়স যখন সবে ২২ বছর, সেই সময় প্রথমবার অনন্ত তাকে ভালোবাসার প্রস্তাব দেন। রাধিকার জন্মদিন উপলক্ষে অনন্তের হাতে লেখা সেই চিঠি এখনো যত্নে রেখেছেন রাধিকা। বিয়ের অনুষ্🦂ঠান উপলক্ষে সেই চিঠিই প্রিন্ট করিয়ে গাউন বানিয়ে ফেলেন রাধিকা। রাধিকা এক সাক্ষাৎকারে বলেন, “আমার জন্মদিনে অনন্ত একটা লম্বা চিঠি লেখে। সেই চিঠিতে লেখা ছিল, আমি ওর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি চিঠিটা সযত্নে রেখে দিতে চাই। আমি চাই আমার ছেলেমেয়েরা, নাতি-নাতনিরা দেখুক, আমাদের প্রেমটা ঠিক কেমন ছিল!”
প্রাক্-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনেই রাধিকা এই বিশেষ গাউনটি পরেছিলেন। অফ শোল🐻্ডার গাউনের উপরিভাগ ছিল কালো, তাতে ছিল চুমকির কারুকাজ করা। গাউনের নিচের ভাগটি ছিল সাদা শিফনের কাপড়ে তৈরি। সাদা ভাগেই অনন্তের হাতে লেখা চিঠি প্রিন্ট করা ছিল। রাধিকার বিশেষ দিনের এই পোশাকটি নকশা করেন লন্ডনের পোশাকশিল্পী রবার্ট উন।