মধ্যরাতে হঠাৎ𒁃 করেই ফাঁস হলো ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শরিফুল রাজের স্ক্যান্ডাল। সোমবার (২৯ মে) রাত ২টার দিকে এ অভিনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর ⛦অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, 🥀কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছি। এ ছাড়া অশ্লীল বাক্যালাপও শোনা যায়।
অভিনেত্রী নাজিফা তুষিকে নিয়ে পোস্ট করা ছবিতে দেখা যা🦂য়, রাজ ও🌌 তুষি মুখোমুখি বসে আছেন। রাজের হাতে জ্বলন্ত সিগারেট। ক্যাপশনে লেখা, আমার তুষু।
অভিনেত্রী তানজিন তিশার দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে এ🐼কই পোসಌ্টে। ভিডিওতে দেখা গেছে, মদ্যপ অবস্থায় তিশা লিফটে নাচছেন।
এদিকে রাজের আইডি থেকে এমন পোস্ট দেখে নানান মন্তব্য করতে থাকে নেটিজেনেরা। অনেকেই ভাবতে থাকতে রাজ হয়তো নিজেই এই ভিডিও ফাঁস করেছেন। পরে অবশ্য রাজ দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ🉐📖্যাক হয়েছে।