‘কেজিএফ’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান কন্নড় তারকা যশ। এরপর প্রশান্ত নীলের পরিচালনায় ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ ২’ দিয়ে রীতিমতো আলোড়ন ফেলে দেন যশ। এদিকে আগামী ২২ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাসের সালার সিনেমা। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, এই সিনেমার সঙ্গে ‘কেজিএফ’-এর যোগসূত্র থাকবে। কারণ কেজিএফ নি𓄧র্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় তৈরি হয়েছে ‘সালার’। সেই উত্তেজনায় নতুন পারদ চড়াল ভারতী༺য় এক সংগীতশিল্পী।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালায় একটি গানের প্রতিযোগ🥃িতায় জয়ী হওয়া গায়িকা তীর্থা সম্প্রতি ‘সালার’ সম্পর্কꦐে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন। গায়িকা বলেছেন, তিনি সালারে গান গেয়েছেন। সিনেমাটি প্রসঙ্গে তীর্থা বলেন, “প্রভাস চাচা, যশ চাচা, এবং পৃথ্বীরাজ চাচার সিনেমার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমি।”
এদিকে গায়িকার এমন মন্তব্যের পরেই 𓆉ভক্তদের উন্মাদনা আরও বেড়ে গেছে। ‘সালার’ সিনেমায় ‘কেজিএফ’-এর যশ থাকছেন, এমন খবরে দর্শকদেরও আগ্রহের পরিমাণ বেড়েছে। সকলেই বলছে, এতদিন ধর🌜ে চলে আসা গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে!
সম্প্রতি মুক্তি পেয়েছে সালারের ট্রেলার। ট্রেলারটি রীতিমতো ঝড় তুলে দিয়েছে দর্শকমহলে। ট্রেলারে সালারের সুবিশাল জগতের এক ঝলক দেখা গেছে। ট্রেলার কেজিএফের মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুꦍত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলারে ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো। প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা। সেই সঙ্গে পৃথ্বিরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এর মাধ্যমে মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু অভিষেক করলেন।
‘সালার’-এ প্রভাস ছাড়াও আরো অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু প্রমুখ। জানা গেꦰছে, সিনেমাটির রানটাইম ২ ঘণ্টা ৫৫ মিনিট। স🌸ম্প্রতি সেন্সর বোর্ড থেকে ‘এ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।