দুই দশক আগে ‘ইতিহাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সম্ভাবনার দুয়ার খুলেছিলেন কাজী মারুফ। কাজী হায়াৎ পরিচালি♛ত সিনেমা তখন ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। শুধু তাই নয়, প্র🔜থম সিনেমাতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি। তবে, দীর্ঘসময় অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেতা। এবার জানা গেলো, অভিনয়ে ফিরছেন কাজী মারুফ। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজী হায়াৎ।
কাজী হ💫ায়াৎ বলেন, ‘‘মারুফের এবারের বাংলাদেশে আসাটা সিনেমার কাজের ব্যাপারে। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। এখনই সিনেমার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।’’
২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন 💃কাজী মারুফ। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।