• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিমানবালা চরিত্রে কারিনা-কৃতি-টাবু!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০২:২৬ পিএম
বিমানবালা চরিত্রে কারিনা-কৃতি-টাবু!
টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন। ছবিঃ সংগৃহীত

⛄করিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবু—বলিউডের তিন নায়িকাকে দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক এটি। সামাজিক মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছ💛েন তারা।

রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেনꦦ একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ। এর আগে ভিরে দ্য ওয়েডিং ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের🔴 দ্বিতীয় কাজ।  এদিকে সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে?

রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে। ছবি দেখে নেটিজেনদের অনেকে লিখেছেন, অধীর অপেক্ষায় র🐠য়েছি। অনেকে আবার কারিনা কা🐲পুরের পুরনো ছবির সংলাপ ধার করে লিখেছেন, তোমার এত সুন্দর লাগার কোনও অধিকারই নেই।

এই ছবিতে এই ৩ না🍃য়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে। এই ৩ নায়িকা༒র পোশাক দেখেই স্পষ্ট. তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।

এক সাক্ষাৎকারে তিন𝓰ি বলেছিলেন, যখন বিয়ের সিদ্ধান্ত নেꦐই, অনেকেই আমাকে সতর্ক করেছিলেন, বিয়ের পরে নাকি ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেসময় আমি প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম সেফের। আমার মনে হয়েছিল, এটা যদি সমস্যা হয়, তাহলে ঠিক। আমার বিয়ে হয়ে গিয়েছে বলে পরিচালক-প্রযোজকেরা যদি আমায় কাজ দিতে না চান, তাহলে সেটা তাদের সমস্যা হতে পারে। আমার নয়। যদি আমি খারাপ ভাবি, সমস্যা হবে বলে পিছিয়ে আসি, তাহলে আমার সঙ্গে ঠিক সেগুলোই হতে থাকবে। ক্যারিয়ারের কথা ভেবে আমি কখনও বিয়ের সিদ্ধান্ত থেকে সরিনি।

Link copied!