• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবশেষে ভাঙল কাঞ্চন-পিঙ্কির সংসার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১২:৩৪ পিএম
অবশেষে ভাঙল কাঞ্চন-পিঙ্কির সংসার
অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়

অবশেষে দীর্ঘ আইনি জটিলতার অবসান। অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। কয়েক বছর আগে কাঞ্চন-পিঙ্কির সংসারে ঝড় ওঠে। একে অপরের বিরুদ্ধে থানায় 𝕴অভিযোগ দায়ের করেন। এভাবে বেশ কিছু দিন চলতে থাকে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা। পরবর্তীতে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে তারা আদালতের দ্বারস্থ হন। অবশেষে গত জানুয়ারিতে এই যুগলের আইনিꦰ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

জানা গেছে গত ১০ জানুয়ারি দীর্ঘ আইনি লড়াই শেষে কাঞ্চন মল্লিকের সঙ্গে পিঙ্কি বন্দ্য🉐োপাধ্যায়ের বিচ্ছেদ সম্পন্ন হয়।

গণমাধ্যমে এই বিষয়ে খুব বেশি মন্তব্য করতে চাননি কাঞ্চন। শুধু বললেন, ‘খবরটা সত্য। এর বেশি আমি কিছু বলতে চাই না।’ 
অন্যদিকে পিঙ্🗹ꦫকি বলেন, ‘হ্যাঁ। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভালো আছি।’

জানা যায়, কাঞ🐠্চন-পিঙ্কির পুত্র ওশ এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। তাই আপাতত আদালত তাকে মায়ের সঙ🦩্গেই থাকার অনুমতি দিয়েছে।

নিন্দুকদের দাবি, কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদের নেপথ্যে ‘পরক𓆏ীয়া’ই দায়ী। টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন কাঞ্চন, এমন গুঞ্জন টলিউডে। মূলত এই গুঞ্জনের পর থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন🔯 এই দম্পতি।

এই মুহূর্তে ‘স্বয়ংসিদ্ধা’ ও ‘কনস্টেবল মঞꦛ্জু’ সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত পিঙ্কি। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলও খুꦬলেছেন তিনি। এদিকে, বিধায়ক কাঞ্চনকে এখন শ্রীময়ীর সঙ্গে প্রায়শই টলিপাড়ার বিভিন্ন পার্টিতে দেখা যায়। অভিনেত্রীকে কাঞ্চনের সঙ্গে সমাজমাধ্যমে ছবিও পোস্ট করতে দেখা যায়।

 

Link copied!