• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডিবি কার্যালয়ে শিশুশিল্পী লুবাবা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১০:৩২ এএম
ডিবি কার্যালয়ে শিশুশিল্পী লুবাবা
শিশুশিল্পী সিমরিন লুবাবা ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেব💎ে অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিমরিন লুবাবা। সম্প্রতি এই খুদে শিল্পী ভীষণভাবে ট্রলের শিকার হলে তার মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন আইনি পদক্ষেপ নে♈বেন তারা। হঠাৎ মেয়েকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে যান লুবাবার মা।

বুধবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে লুবাবার ফেসবুক আইডি থেকে। ছবিতে ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে লুবাবাকে। সঙ্গে ছিলেন তার মা জা🍸হিদা ইসলাম।

ডিবি কার্যালয়ে যাওয়া প্র🥂সঙ্গে লুবাবার মা বলেন, ‘‘কয়েক দিন আগে থেকেই ভাবছিলাম এখানে আসব। তবে তেমন কিছু না। এমনিতেই এসেছি ওনার (ডিবি প্রধানের) সঙ্গে দেখা করত💯ে।’’

আইনি পদক্ষেপ নিতেই কি এই দেখা করা? এমন প্রশ্নের উত্তরে জাহিদা ইসলাম বলেন, “এখনই কিছু বলতে চাচ্👍ছি না, দেখা যাক কী হয়।”

এর আগে লুবাবার মা সংবাদমাধ্যমকে বলেছিলেন, “লুবাবা বাচ্চা একটা মেয়ে। ওর নামে ফেক✤ আইডি খোলা হচ্ছে, লুবাবা টিকটক ব্যবহার করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। আর এ🅠সব ফেক আইডি দিয়ে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করা হচ্ছে।”

এদিকে সামাজিক মাধ্যমে ট্রলের কারণে মিডিয়🍃া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাꦛবা। বিষয়টি সংবাদমাধ্যমকে লুবাবার মা জাহেদা ইসলাম জেমি জানিয়েছিলেন।

সে সময় লুবাবার মা বলেন, “আমার ছোট মেয়েটাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে ট্রল করা হচ্ছে, তাতে সে কষ💖্ট পাচ্ছে। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। এমনিতেই ও কিছুদিন পর মিডিয়াকে একদমই বিদায় জানাবে, আর এর মধ্যেই শুরু হয়েছে ট্রল।”

ট্রলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জাহেদা ইসলাম আরও বল🎐েন, “আমার মেয়ে ক⛎েন্দে (কেঁদে) দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওই সব অঞ্চলের টান থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।”

Link copied!