• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডেটে গেলে ছেলেদেরই খরচ করা উচিত: জয়া বচ্চন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:৪৯ পিএম
ডেটে গেলে ছেলেদেরই খরচ করা উচিত: জয়া বচ্চন
জয়া বচ্চন ও নভ্যা নাভেলি। ছবিঃ সংগৃহীত

সদর্পে রাজত্ব করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ🐓য়া বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নানা সময় তর্কে-বিতর্কে জড়িয়ে থাকেন তিনি। মাঝে মাঝে প্রকাশ্যে ধমক দিতেও দেখা যায় তাকে। এ জন্য তিনি বেশ সমালোচিতও হন। অবশ্য তাতে যে জয়ার কিছু যায়–আসে না তা স্পষ্ট বোঝা যায়।

এবার নিজের নাতনি নভ্যা নাভেলি নন্দারꦆ পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা ২’-এ এসে নারীবাদের উল্টো সবক শেখালেন জয়া। নাতনির পডকাস্টে প্রাণ খুলে কথা বলেছেন অমিতাভ বচ্চনের স্ত্রী। নারীর ক্ষমতায়ন ও নারীবাদ নিয়🌳ে কথা বলেছেন নভ্যা। নভ্যা বলেন, ছেলেরা ডেটে গিয়ে খাবার ও পানীয়ের জন্য টাকা দিলে কিছু মেয়ের খারাপ লাগে। এরই মজার জবাব দিয়েছেন জয়া বচ্চন।

পডকাস্টটির সাম্প্রতিক পর্ব ‘মাচ💖ো মিথস অ্যান্ড মডার্ন ম্যান’ পডকাস্টে জয়ার সঙ্গে অংশ নেন মেয়ে শ্বেতা বচ্চন আর নাতি অগস্তা বচ্চনও। অনুষ্ঠানে ‘ম্যান এবং টক্সিসিটি’ নিয়ে আলোচনা উঠতেই নভ্যা বলেন, নারীবাদী নিয়ে প্রায় সব মেয়েই সরব। নারীরা নিজেদের অধিকারও বুঝে নেয়। প্রায় সব মেয়েই নিজেকে স্বাবলম্বী ভাবে। তাদের কাছে নারী-পুরুষ সবাই সমান। এমনকি ডেটে গেলে খাবারের বিলও দিতে চান অনেক মেয়ে। কারণ, সে পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। যদিও এটাতেও রেগে যাবেন অনেকে।’

এ সময় জয়া বচ্চন বলেন, ‘যেসব মেয়ে বিল দিতে চায়, ওরা বোকা। ডেট🦩ে গেলে ছেলেদেরই টাকা খরচ করা উচিত।’

যদিও জয়ার কথায় একমত হতে পারেননি নভ্যা নাভেলি। এ নিয়ে ব্যাখ্যা দিয়ে নভ্যা বলেন, ‘না, আমি বলতে চাইছি আজকের দিনে এমনটাই ঘটে। আমরা নিজেদের জন্য দরজা খোলা রাখব। কিন্তু♉ আমাদের জন্য কারও দরজা খোলার দরকার নেꦕই।’

নভ্যার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’ বেশ⛄ জনপ্রিয়। নতুন পর্বটি গত বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ।

Link copied!