‘জেনারেল হসপিটাল’ খ্যাত বিখ্যাত অভিনেত্রী রবিন বার্নার্ড মারা গেছেন। গত ১২ মার্চ ভোরে তার মরদেহ পাওয়া যায়। মৃত্༺যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
আমেরিকার সরকারি সংস্থা রিভারসাইড কাউন্টি করোনার বরাত ফক্স করপোরেশনের ট্যাবলয়েড নিউজ অর্গানাইজেশন টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার সান জাকিন্টোর ডেপুটিরা একটি মরদেহ তদন্ত করে। পরে অভিনেত্রীর আঙুলের ছাপ ༺ব্যবহা𒈔র করে তাকে শনাক্ত করা হয়। তাদের জানানো হয়েছে, ওইদিন ভোরে মরদেহ পাওয়া গেছে রবিন বার্নাডের।
রিভারসাইড কাউন্টি করোনার এখনো অভিনেত্রীর মৃত্যুর কোনো সঠিক কারণ নির্ধারণ করতে পারেনি। তবে ময়নাতদন্তের প্রত🔯িবেদন পাওয়ার পর এ ব্যাপারে জানতে পারবে তারা। এ জন্য কয়েক সপ্তাহ সময় প্রয়োজন তাদের।
১৯৫৯ সালে টেক্সাস শহরের গ্ল্যাডওয়াটারে জন্মগ্রহণ করেন অভিনেত্রী রবিন বার্নার্ড। ৮০-এর দশকে ♑‘ডিভা’, ‘দ্য ফ্যাক্টস অব লাইফ’, ‘সাইমন অ্যান্ড সাইমন’ ও ‘ট্যুর অব ডিউটি’র মতো টেলিভিশন শোয়ে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার তৈরি করেন তিনি।
মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে ১৯৮৪ সালে আমেরিকান জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘জেনারেল হসপিটাল’-এর মাধ্যমে যাত্রা করেন তিনি। ১৯৯০ সাল পর্যন্ত ১৪৫টি পর্বে টেꦿরি ব্রকের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গꦜা করে নেন এই আমেরিকান অভিনেত্রী।
২০০২ মালে ‘ভয়েসেস ফ্রম দ্য হাই স্কুল’ সিনেমায় একজন মনোবিজ্ঞানীর চরিত্রে💞 কৃত্বিত্বপূর্ণ অভিনয় করেন। তবে অভিনয় থেকে সরে যাওয়ার পর ব্যক্তিজীবন একদম স্পটলাইটের বাইরে রাখেন এ বিখ্যাত অভিনেত্রী।