ভোলার চরফ্যাশনে রাইস মিলের বয়লার মিলে বিস্🅠ফোরণে এক কারিগর মারা গেছেন। এতে আহত হয়েছেন মালিকসহ আর দুইজন। এ ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের 🔜২ নম্বর ওয়ার্ড চর আফজালের মুন্নী রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন 🍒চরফ্যাশন থানার উপপরিদশর্ক (এসআই) মো. ইয়াসিন।
এসআই জানান, মিলটি দুই দিন আগে চালু করা হয়েছিল। শুক্রবার সকালে মিলের কারিগর আল আমিন 𓆏মিলের বয়লারে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। তিনি একই গ্রামের জলিল মাঝির ছেলে। এ সময় তার ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হন। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্🉐নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।