• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায়


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৭:০৬ পিএম
এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায়

ফরিদপুরের বোয়ালমারী বাজা🥀রে এক হালি কাগজি লেবুর দাম ১০০ টাকা। তবে এলাচি লেবু ও সীডলেচ লেব💃ুর হালি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায় ।

শনিবার (১ এপ্রিল) বোয়ালমারী পৌরসদরের কাঁচাবাজার ঘ🎀ুরে এমন দৃꦓশ্য দেখা যায়।

লেবু ক্রেতা পল্লব কুমার বালা বলেন, “এক হালি কাগজি লেবু ১০🎐০ টাকা করে। ১২ টি লেবু ৩০০ টাকা দিয়ে কিনেছি। বাজারে বিভিন্ন জাতের লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। কাগজিꦦ লেবু সচরাচর চোখে পড়ে না। এ লেবুর চাহিদা বেশি থাকলেও বাজারে একেবারে নেই বল্লেই চলে তাই দাম বেশি।”

🃏ছোলনা গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন,ꦫ “কাগজি লেবু এখন আর পাওয়া যায় না। ভুল ভবিষ্যত চোখে পড়লেও দাম আকাশ ছোঁয়া।”

এ বিষয়ে লেবু বিক্রেতা ইদ্রিস আলী বলেন, “কাগজি লেবু স্বাদে গন্ধে একেবারেই আলাদা। চাহিদা বেশি থাকলেও পাওয়💛া যায় না। অল্প কিছু লেবু গ্রাম থেকে বেশি দামে কিনেছি। তাই কি আর করবো বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ছোট সাইজের কাগজি লেবুর হালি ৬০, মাঝারি সাইজের ৮🌠০ ও বড় সাইজেরগুলো ১০০ টাকায় বিক্রি করছি।” 

Link copied!