• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দুই ম্যাচ পর জয়ের দেখা পেল স্পেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২২, ১০:২২ এএম
দুই ম্যাচ পর জয়ের দেখা পেল স্পেন

সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সꩲ্পেন ও সুইজারল্যান্ড। ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

এর আগে আসরে টানা দুই ড্র ক💃রেছে স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র, পরের ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ২-২🌠 ড্র করেছিল তারা। অন্যদিকে সুইসদের টানা তিন ম্যাচ পরাজয়।

ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পায় স্পেন✅। মার্কোস ইয়োরেন্তের পাস থেকে বল পেয়ে সহজ শটে বল জালে জড়ান মিডফিল্ডার সারাবিয়া। যদিও সারাবিয়ার বুট সামান্য ব্যবধানে অফসা♔ইডে ছিলেন। তবে ভিএআরের সাহায্যে নিয়েও গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি।

প্রথমার্ধে গোলমুখে একটাও শট নিতে পারেনি সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স𝓀ুইস মিডফিল্ডার জেরদান শাচিরি। তবে জোরালো কোনো শট ছিল না। সহজেই বল ধরে ফেলেন স্প্যানিশ গোরক্ষক উনাই সিমোন।

অবশ্য স্পেনও তেমন কোনো সুযোগ তৈরি কౠরতে পারেনি। শেষ পর্যন্ত সারাবিয়ার একমাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। দুই ম্যাচ পর স্বস্তির জয় পায় স্পেন।

Link copied!