ভারতের🍸 ক্রিকꦯেট দলের কোচ ও সাবেক কৃতি ব্যাটার রাহুল দ্রাবিড় বলেছেন, টেস্ট সিরিজ জিততে হলে কিছুটা হলেও ভাগ্যের সহায়তার প্রয়োজন রয়েছে।
তিন দশক পেরিয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে ভারত🦂ের। দ্রাবিড় বলেছেন, ‘বেশ কয়েকবার আমরা জয়ের সামনে চলে এসেও শেষরক্ষা করতে পারিনি। কিছু ভাল ইনিংসও রয়েছে। জয় থেকে ৩০-৪০ রান দূরে থেকে গিয়েছি আমরা।’
দ্রাবিড় জানান, তারপরও গত দুই বছর আগে ভারতীয় দল যে ক্রিকেট▨ খেলেছিল, তা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছিল যথেষ্ট। যেখানে প্রথম টেস্টে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে সিরিজ হার🌼তে হয় ভারতকে।
কোচ দ্রাবিড় আরও বলেন, ‘আসলে এই ধরনের আবহাওয়ায় (দক্ষিণ আফ্রিকা) জিততে হলে একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার। কখনও আপনি ভাল খে𓃲লবেন, কখনও তা খারাপ হবে। এটা প্রতিপক্ষের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। আর সেই♔ জায়গাতেই একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার।’
ভারতীয় দলের কী করণীয় সম্পর্꧅কে দ্রাবিড়ের বিশ্লেষণ, ‘নিজের দক্ষতায় বলকে ঠিক🃏 নিশানায় রেখে বোলিং করা যাওয়া অথবা প্রয়োজনের সময় আরও একটু ধৈর্য এবং শৃঙ্খলা মেনে ব্যাটিং করতে পারলে সফল হওয়া সম্ভব।
নিজের ক্রিকেটজীবনে দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে 💫তিনিও সাফল্য পেয়েছেন। স𒁏েই অভিজ্ঞতা মাথায় রেখে দ্রাবিড়ের সংযোজন, ‘৩০-৪০ রান করে কেউ হয়তো স্বস্তি অনুভব করতে পারে কিন্তু সেটাকেই যদি বড় ইনিংসে পরিণত করা যায়, সেটাই কিন্তু ম্যাচে ফারাক গড়ে দেবে। আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকার মতো সেরা দলের বিরুদ্ধে ভাল কিছু করতে হলে এই বিষয়গুলোর উপরে বিশেষ গুরুত্ব দিত হবে।’