কোপা আমেরিকা ফুটবল আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। সোমবার ভোর ৬টায় ফ্লোরিডায় ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনালে উঠার আগে পরিসংখ্যানে আ🦩র্জেন্টিনাই এগিয়ে আছে।
দুদলের ম🍎ধ্যকার ৪২ মাচে ২৫ বার জিতেছে আর্জেন্টিনা। আর ৯ বার জিতেছে কলম্বিয়া। বাকি ৮ বার ড্র হয়েছে।
কোপায় ১৫ বারের মোকাবিলায় আর্জেন্টিনা ৯ বার ও কলম্বিয়া ৩ বার জিতেছে। বাকꦡি ৩ ম্যা❀চ ড্র হয়েছে।
দুদলের পরস💎্পরের লড়াইয়ে বড় ব্যবধানের এগিয়ে আর্জেন্টিনা। ১৯৪৫ সালে কলম্বিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। আর ১৯৯৩ সালে আর্জেন্টিনার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে কলম্বিয়া।