ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচগুলোর মধ্যে অন্যতম ভারত-পাকিস্তান ম্যাচ। এই দুই দলಞের খেলা শুরু হলে যেন সীমান্তের কাঁটাতারের উত্তাপ মাঠের লড়াইয়েও ছড়িয়ে পড়ে। সেই লড়াই দেখার জন্য কোটি ক্রিকেট-ভক্ত অপেক্ষায় থাকেন। এবার সেই অপেক্ষার প্রহর ফোরাচ্ছে।
বিশ্বকাপের ১৩তম আসরে শনিবার (১৪ অক্টোবর) মাঠে নামছে এই দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী। ভারত-পাকিস্তান ꦑম্যাচের আগে অনেকেরই জানার আগ্রহ থাকে তাদের অতীত পরিসংখ্যান। এই প্রতিবেদনে জানাচ্ছি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পাকিস্তান-ভারত মাঠে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কোন দল।
বৈশ্বিক টুর্নামেন্টের কারণে এক মাসের মধ্যেই ওয়ানডে ক্রিকেটে তিনবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে আর দেখা হয়নি তাদের। ২০২৩ এশিয়া কাপে দুইবার মাঠে নামার কথা থাকলেও একবার খেলা বাতিল হয়েছে🌟 বৃষ্টির কা😼রণে। তবে সুপার ফোরের ম্যাচে জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা।
এক দিনের ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথের🎀 ইতিহাস 🌠৫৫ বছরের পুরোনো। অর্ধশতাদ্বীর বেশি সময় ধরে চলা লড়াইয়ে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। মুখোমুখি দ্বৈরথের দিকে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ, বিপরীতে হারতে হয়েছে ৫৬টি ম্যাচে। এর মধ্যে ৫টি ম্যাচে কোনো ফল হয়নি।
তবে মঞ্চট💮া যখন বিশ্বকাপ, তখন ভারত এগিয়ে আছে অনেকটাই। বিশ্বমঞ্চে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আহমেদাবাদে দুই দলের অষ্টমবারের দেখায় সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ভারত-পাকিস্তানের লড়াইয়ে সবচেয়ে বেশি রানের কীর্তি ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক লিটিল মাস্টার পাকিস্তানের বিপক্ষে ৬৭ ইনিংসে করেছেন ২ হไাজার ৫২৬ রান। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান ইনজামাম উল হকের। ম্যান ইন গ্রিনদের বর্তমান নির্বাচক ব্যাট হাতে ভারতের বিপক্ষে ৬৪ ইনিংসে করেছেন ২ হাজার ৪০৩ রান।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের পর দলীয় রানেও এগিয়ে ভারতই। এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ৩৫৬ রান। বিশাখাপত্তমে মহেন্দ্র সিং ধোনির ১৪৮ রানের সুবাদে সেদিন ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছিল পাকিস্তান। এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ৩৪৪ রান আছে পাকিস্তানের। করাচির সেই ম্যাচে অবশ্য পাকিস্তান হেরে যায় ৫ রানে। পা✤কিস্তান-ভারত লড়াইয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডও সেই ম্যাচেই। দুই দল মিলে ৬৯৩ রান করে।
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে এগিয়ে আছেন পাকিস্তানি ব্যাটার সাঈদ আনোয়ার। ভারতের মাটিতেই যিনি খেলেছিলেন ১৯৪ রানের অতিমানবীয় এক ইনিংস। তার এই ইনিংস ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ ইনিংস ছিল দীর্ঘদিন। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বিরাট কোহলির। ঢাকার মিরপুরে খেলেছেন ১৮♉৩ রানের ইনিংসটি।
শতকের রেকর্ডেও এগিয়ে পাকিস্তান। ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি অধিনায়ক সালমান বাট ভারতের বিপক্ষে ৫ বার সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ🐠্চ রান সংগ্রহকারী শচীনের সেঞ্চুরি ৪টি।
বোলিং রেকর্ডেও এগিয়ে পাকিস্তানই। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ৬০ বার ভারতীয় ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন। ভারতে🍌র হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড অবশ্য একজন স্পিনারের। ৫৪ উইকেট নিয়ে এই ম্যান ইন ব্লুদের হয়ে এই তালিকার শীর্ষে অনিল কুম্বলে।
এক ইনিংসে সেরা বোলিং ফিগার পাকিস্তানের আকিব জাভেদের। ৩৭ রানের༺ বিনিময়ে ৭ উইকেট তুলে নেন তিনি। পাক-ভারত লড়াইয়ে একমাত্র বোলার হিসেবে একাধিকবার ৫ উইকেট শিকারের রেকর্ডটাও তার দখলে। ভারতের হয়ে ইনিংস সেরা ফিগার সৌরভ গাঙ্গুলীর। স্বীকৃত এই ব্যাটার বল হাতে কারিশমা দেখিয়েছেন একবারই। ১৬ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট।
☂উইকেটরক্ষকের হিসেবে শীর্ষে আছেন কিংবদন্তি মঈন খান। সর্বোচ্চ ৭১টি ডিসমিসাল তার নামের পাশে। আর ভারতের হয়ে সর্বোচ্চ ডিসমিসাল ধোনির রয়েছে ৪৪টি।