• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিব যখন মাশরাফি-রাজ্জাকের পাশে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০২:১৭ পিএম
সাকিব যখন মাশরাফি-রাজ্জাকের পাশে
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

রেকর্ড যেন তার পিছু পিছুই থাকছে🧔। স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার মাশরাফি বিন মর্তুজার পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে🌳 ৪০০ উইকেটের ক্লাবে সাকিব আল হাসান। সোমবার ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এমন কীর্তি গড়েন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাকিব।

সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক তারকা রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ম্🐽যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেছেন ৩০৮ ম্যাচ।

ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে ৪০০ উইকেট পূর্ণ করেন সাকিব। এদিকে, সাকিবের চারশো উইকেটের মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রানে থেমেছে প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক জাকির হাসান। সাকিবের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৯৫ বলে ৮৫ র🐲ান করেছেন তিনি। এ ছাড়া ৯৪ বলে ৭৮ রান করেꦜছেন মুশফিকুর রহিম।

অন্যদিকে, ১০ ওভার বল করে ৪২ রান খরচায় দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। এ ছাড়া দুটি করে উইকেটꦺ শিকার করেছেন শফিকুল ই🔴সলাম, আরিফ আহমেদ ও তাইবুর রহমানও।

আব্দুর রাজ্জাক মোট ২৮০ ম্যাচে   ৪১২টি, মাশরাফি ৩৪৩ ম্𓆏যাচে ৪৬৮টি এবং সাকিব ৩০৮ ম্যাচে ৪০০টি উইকেট পেয়েছেন। 

Link copied!