সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় ত𝕴ুলে নিয়েছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় নাজমুল হোসেন শান্তর দল। তবে এই জয়েও বিতর্ক পিছু ছাড়ছে না। ওপেনার সৌম্য সরকারের আউট নিয়ে মাঠে মৃদু উত্তেজনা ছড়ায়।
এদিন লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামেন সৌম্য। চতুর্থ ওভারের প্রথম বলেই নাটকীয়তা। বিনুরা ফার্নান্দোর বলে পুল করতে গেলে ব্যাটে নিতে পারেননি সৌম্য। আম্পায়ার আউট দিলে তাৎক্ষণিকভাবে নেন রিভিউ তিনি। আলট্রা-এজ𝐆ে স্পাইক দেখানো সত্ত্বেও 💟টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করেন, বল ব্যাটে লাগেনি।
ম্যাচ শেষে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য বলেন, “আমি আত্মবিশ্বাসী ছিলাম, বল আমার ব্যাট লাগেনি। আম্পায়ার আউট দেওয়ার পর আমি সরাসরি রিভিউ নিয়েছি। হয়তোবা কোনো একটা শব্দ এসেছিল, আমার চেইন থেকে হতে পারে কিংবা হেলমেট থেকে হতে পারে। আত্মবিশ্বাসী থ🌱াকার কারণেই লিটনের কাছে জিজ্ঞাসা না🍬 করেই রিভিউ নেওয়া।”
বিতর্কিত এই সিদ্ধান্তে বেঁচে যাওয়ার পরও সৌম্য বেশি রান যোগ করতে পারেননি। আম্পায়ার আউট দেওয়ার সময় তার রান ছিল ১০ বলে ১৪। ‘জীবন’ পাওয়ার পর আর ১২ বলই স্থায়ী হয়েছে তার ইনিংস🐻। আউট হয়েছেন ২𒉰২ বলে ২৬ রান করে।