বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের🌸 বিরুদ্ধে𓄧 যৌন নির্যাতনের অভিযোগ এনে দুই নারী খেলোয়াড় জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলেন বেশ আগেই। এবার সেই চিঠি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ🌸্ম সচিব লুলু বিলকিস বানুকে আহ্বায়ক, ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসানকে সদস্য সচিব ও উপ পরিচালক (ঢাকা) সৈয়দা তসলিমা আক্তারকে সদস্য করে ওই তদন্ত কমিটি গঠন হয়েছে সোমবার। পরিষদের চেয়ারম্যান, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সোমবারই ক🦂মিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার থেকেই তদন্ত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ওই দিনꦜ প্রথমেই অভিযোগকারী জুজুৎসু 💖খেলোয়াড় রুমি আক্তার ও রিক্তা খাতুনকে তদন্ত কমিটি ডেকেছে। পরিষদে মঙ্গলবার তদন্ত কমিটি তাদের কাছ থেকে নানা বিষয় শুনবে। এরপর পর্যায়ক্রমে অভিযুক্ত সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্টদেরও জেরা করবে তদন্ত কমিটি।
২০১৮ সালে পরিষদের অনুমোদন পায় জুজুৎসু এসোসিয়েশন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কয়েক বছর পরপর যৌন নির্যাতন-ধর্ষণের🐬 অভিযোগ উঠে। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা সঠিক তদন্তের অভাবে প্রকৃত বিচার না পেয়ে ক্রীড়াঙ্গনও ছেড়ে যায়। এবার তদন্ত কমিটি হওয়ায় ভালো কিছুর আশা করছে সকলেই।