• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এশিয়া কাপে থাইল্যান্ডের টানা দুই জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১২:৫১ পিএম
এশিয়া কাপে থাইল্যান্ডের টানা দুই জয়

নারীদের এশিয়া কাপে সিলেট স্টেডিয়ামে শুক্✨রবার (৭ অক্টোবর) মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। দিনের প্রথম ম্যাচে আমিরাতকে ১৯ রানে হারিয়েছে থাই মেয়েরা।

টস হেরে 🐠ব্যাটিংয়ে নামে থাইল্যান্ড। দলের মাত্র ৭ রানে আউট হন ওপেনার নান্নাপাট কনচরোয়েঙ্কাই। তবে আরেক ওপেনার নথকান চনথাম দলীয় অধিনায়ক নারুয়েমল চাইওয়াইকে সঙ্গে নিয়ে বড় ইনিংসের পথে হাঁটেন। তবে দলের ৩২ রানে চনথাম ব্যক্তিগত ১২ রানে আউট হন। চাইওয়াই দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বলে অপরাজিত ৩৭*🔯 রান করেন। বাকি ব্যাটারদের মধ্যে সোর্ননারিন টিপ্পোচ ২৫ ও রোজেনান কানোহ ১৯ রান করেন। থাইল্যান্ডের ইনিংস থামে ৪ উইকেটে ১০৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় আমিরাত। ইশা ওজা ৩ রানে ফেরেন। দলীয় ৩৭ রানে তীর্থ সতীশ ৬ রানে আউট হন। দলের ৫৫ রানে ইনিংসের সর্বোচ্চ স্কোরার কবিশা এগোডেজকে ২৯ রানে হারায় আমিরাত। পরের ব্যাটারদের মধ্যে অধিনায়ক ছায়া মুগল ১৭ রান করেন। শেষ দিকের তিন ব্যাটার আউট হন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই।
আমিরাতের ইনিংস থামে ৮ উইকেটে ৮৯ রান⛦ে। থাইল্যান্ড জয় পায় ১৯ রানে।

এই জয়ের মাধ্যমে টান༺া দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এসেছে থাই মেয়েরা। আগের ম্যাচে টুর্নামেন্টের ফেবারিট পাকিস্তানকে হারিয়েছে তারা।

Link copied!