• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিসেই ক্যারিয়ারের ইতি টানবেন টেনিস তারকা কেরবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০২:৩১ পিএম
প্যারিসেই ক্যারিয়ারের ইতি টানবেন টেনিস তারকা কেরবার
অ্যাঞ্জেলিক কেরবার। ছবি : সংগৃহীত

তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জার্মানীর অ্যাঞ্জেল🗹িক কেরবꦬার জানিয়েছেন, প্যারিসে অলিম্পিক গেমসের পর তিনি টেনিস থেকে অবসর নিবেন।

৩৬ বছর বয়সী বিশ্বের সাবেক এক নম্বর নারী টেনিস তারকা কেরবার ২০♍১৮ সালে উইম্বলডন এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা জেতেন।

তিনি রিওতে ২০১৬ সালের অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তিনি নারী এককে রানারআপ হয়ে রৌপ্যপদক লাভ করেন। ফাইনালে পোর্টোরিকার মনিকা পুইগের কাছে পরাজিত হয়েছিলেন।💦 তিনি ২০২২ সালের টোকিও অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

কেরবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, ‘অলিম্পিক শুরু হওয়ার আগেই আমি বলেছি, আমি প্যারিস আসর কখনো ভুলবো না। কারণ এটিই হবে একজন টেন🐽িস খেলোয়াড় হিসাবে আমার শেষ পেশাদার টুর্নামেন্ট।’

 

Link copied!