টানা দুই ম্যাচ জয়ী ইনিংসের এবার খালি হাতে ফিরতে হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার লিটন কুমার দাসকে। লিটনকে শুরুতেই ফিরিয়ে ঢাকাকে⛦ 🌟দুর্দান্ত শুরু এনে দিয়েছে তাসকিন আহমেদ।
টানা তিন ম্যাচে হারার পর চলতি বিপিএলে লিটন দাসের ব্যাটে চড়েই টানা দুই ম্যা💯চ জিতেছিল কুমিল্লা। নিজেদের ষষ্ဣট ম্যাচে বৃহপ্সতিবার (১৯ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয়েছে কুমিল্লা।
ইনিংসের প্রথম ওভারে দ্বিতীয় বলেই লিটনকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের দূরের বল খেলতে গিয়ে থার্ডম্য𝓰ানে এই ম্যাচেই একাদশে আসা জুবায়ের হোসেন লিখনের হাতে ধরা পড়েন লিটন।
এই প𓂃্রতিবে🧸দন লেখা পর্যন্ত তিন ওভারে এক উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৮ রান। মোহাম্মদ রিজওয়ান এক ও কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস অপরাজিত থেকে ব্যাটিং করছেন ১৭ রানে।